শিল্পাঞ্চল

দেওয়াল চাপা পড়ে মৃত দুই রানিগঞ্জে

সংবাদসফর, আসানসোল: কলেজের পরিত্যক্ত ভবনের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই যুবকের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির সাহেবগঞ্জ মোড় সংলগ্ন এলাকায়। মৃতরা হলেন রানিগঞ্জ থানার কাঠগাদার সীতারাম বাউরি (২০) ও সাহেবগঞ্জের রাজীব দাস (১৯)। এই ঘটনায় রানিগঞ্জ শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কি কারণে এই ঘটনা ঘটেছে, তা নিয়ে রানিগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। এলাকার বাসিন্দাদের দাবি, কার গাফিলতির কারনে ভবনটি ভাঙা হয়নি, তা তদন্ত করে দেখতে হবে। জানা গিয়েছে, রানিগঞ্জ থানার সাহেবগঞ্জ মোড় সংলগ্ন এলাকা ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে রাস্তা সম্প্রসারণের জন্য বাড়ি ভাঙার কাজ চলছে। কিছু বাড়ি ভাঙা পড়েছে। কিছু বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এমনই অবস্থায় পড়ে রয়েছে মাইনিং কলেজ ভবন। শনিবার দুপুর দুটো নাগাদ সেই পরিত্যক্ত ভবনেের একটি অংশ ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়েছেন বেশ কয়েকজন বলে খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানিগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ সহ উদ্ধারকারী দল। নিয়ে আসা হয় জেসিবি মেশিন। মেশিন দিয়ে বাড়ির ভাঙ্গাচোরা অংশ সরানোর কাজ শুরু হয়। ঘন্টা খানেকের চেষ্টায় সেই ধ্বংসস্তুপ সরিয়ে বিকেল সাড়ে তিনটে নাগাদ ইট বালির ভেতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় রাজীব দাস ও সীতারাম বাউরিকে। তড়িঘড়ি তাদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ওই ধ্বংসস্তুপের মধ্যে আর কেউ চাপা পড়ে আছে কি না, তা দেখার জন্য জেসিবি মেশিন দিয়ে সন্ধ্যে পর্যন্ত ধ্বংসস্তুপ পরিষ্কার করা হয়। কিন্তু আর কাউকে সেখান থেকে পাওয়া যায় নি। প্রসঙ্গত, রানিগঞ্জের এই এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের ধারেই বাইপাস রোড নির্মাণের জন্য বেশ কিছুদিন ধরেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। তারই মধ্যে রাস্তা সম্প্রসারণের জন্য সেখানের বাড়িঘর সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। সেই অংশেরই একটি বাড়ি এইভাবে ভেঙে পড়ার ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button