চিকিৎসার গাফিলতিতে যুবকের মৃত্যু, অভিযোগে ফের অবরোধ শহরে
সংবাদ সফর, আসানসোল: বিক্ষোভের জেরে ফের উত্তপ্ত হল শহর। মঙ্গলবার আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে যুবকের মৃত্যু ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। তার প্রভাব পড়ল বুধবারও । মৃত যুবক সুরজ রুইদাসের মৃতদেহ গাড়িতে রেখেই বুধবার দুপুরে বিক্ষোভে নামেন স্থানীয় মানুষজন। অবরোধের ফলে আসানসোলের ব্যস্ততম রাস্তা এস বি গড়াই রোডে চরম যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে রাস্তা অবরোধ মুক্ত হলেও হাসপাতালের প্রবেশপথে বিক্ষোভে বসে যান মানুষজন। এদিনও, চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে সুরজ রুইদাসের বলে সোচ্চার হন তারা। প্রসঙ্গত, আসানসোলের রাধানগরের যুবক সুরজ রুইদাস গত ১৪ অক্টোবর জ্বর ও পেটে ব্যাথা নিয়ে ভর্তি হন হাসপাতালে। কিন্তু গতকাল ওই যুবকের মৃত্যু হয়েছে বলে খবর মেলে। কিন্তু মৃত্যুর কারণ সহ সংশ্লিষ্ট চিকিৎসকের তরফে এ ব্যাপারে কোন সদুত্তর মেলেনি। ফলে চিকিৎসার গাফিলতিতেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ এলাকার মানুষজনের। প্রতিবাদে বিক্ষোভ অবরোধের সামিল হন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। তবে এ ব্যাপারে হাসপাতালের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।