জেলা

দিল্লি দখলের আনন্দে বিজয় উল্লাসে বিজেপি

সংবাদ সফর, দুর্গাপুর ও আসানসোল: প্রায় আড়াই দশক পর দিল্লির দখল নিল পদ্ম শিবির। শনিবার সেই আনন্দেই পথে নেমে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা। এদিন, দুর্গাপুর স্টেশন বাজার এলাকায় বিজয় মিছিলে শামিল হন জেলা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ দত্ত সহ অন্যান্যরা। শনিবার আসানসোলের বার্নপুরেও বিজেপির দিল্লি জয়ের আনন্দে উচ্ছ্বাসে মাতেন দলের কর্মী-সমর্থকরা। বার্নপুরের বারি ময়দানে দলের কর্মী সমর্থকদের সঙ্গে উৎসবে মাতেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। সাধারণ মানুষজনের মধ্যে মিষ্টি বিতরণও করেন তারা। দিল্লি জয় প্রসঙ্গে বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, শুধু সময়ের অপেক্ষা। বাংলার মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসকে অবিচার, অন্যায়ের জবাব দেবেন। ছাব্বিশে বাংলায় বিজেপি ক্ষমতা দখল করবে বলে দাবি করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button