চারটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন বারাবনিতে

সংবাদ সফর, ৩০ মার্চ, আসানসোল: উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে খনি শিল্পাঞ্চলে। রবিবার রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে আসানসোলের বারাবনি বিধানসভা এলাকায় মোট চারটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের আমনালা গন্ধেশ্বরী ও চটি রক্ষাকালী মন্দির সহ পাঁচরা গ্রাম পঞ্চায়েতের খোসনগর কালী মন্দির এলাকায় চালা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একইসঙ্গে কাটিন ডাঙা আদিবাসী পাড়ায় একটি চালা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ অর্থাৎ আড্ডা-র চেয়ারম্যান কবি দত্ত , আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। এই চারটি কাজের জন্য আনুমানিক ৫০ লক্ষ টাকা খরচ হবে বলে জানানো হয়েছে।