জেলা

চ্যাম্পিয়ন হল উখড়া ফুটবল একাডেমী

সংবাদ সফর, উখড়া: চ্যাম্পিয়ন হল উখড়া ফুটবল একাডেমী। বৃহস্পতিবার উখড়া স্পোর্টিং ক্লাবের পরিচালনায় নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলাটি অনুষ্ঠিত হয়। উখড়া স্কুল মাঠে এই খেলায় উখড়া ফুটবল একাডেমী ১-০ গোলে শ্যামসেল ( জামুরিয়া) ফুটবল দলকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে জয়সূচক গোলটি করেন উখড়া ফুটবল একাডেমীর রোহিত বাউরী। উখড়া স্পোর্টিং ক্লাবের এই খেলায় প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনহা ও সুলে মুশা। এদিন এই খেলা ঘিরে স্থানীয় মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button