ডায়ারিয়ায় আক্রান্ত মহিলা ! ফের আতঙ্ক মলানদিঘিতে

সংবাদ সফর, কাঁকসা: ফের ডায়েরিয়ার আতঙ্ক ছড়াল মলানদিঘিতে। পায়খানা বমি সহ বিভিন্ন উপসর্গ নিয়ে মলানদিঘির হরিকি গ্রামের এক মহিলা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বুধবার এলাকা পরিদর্শনে আসেন স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল। বলাই বাহুল্য, কালীপুজোর আগে বলেন এই গ্রাম পঞ্চায়েতের কুলডিহা আদিবাসী পাড়ায় ডায়ারিয়ায় দুই মহিলার মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন অনেকেই। ফের ওই গ্রাম পঞ্চায়েতের হরিকি গ্রামের পিংকি হাঁসদা নামে এক আদিবাসী মহিলাকে ডায়ারিয়ার উপসর্গ সহ ভর্তি করা হয়েছে মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই পেটে ব্যথা সহ পায়খানা, বমি শুরু হয় পিংকির। স্থানীয়ভাবে চিকিৎসায় সাড়া না মেলায় তড়িঘড়ি তাকে পিংকি হাঁসদাকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এদিকে, পিংকির পাশাপাশি এলাকার কয়েকজন মহিলার একই সমস্যা দেখা গিয়েছে বলে খবর মিলেছে।। ঘটনার খবর পেয়ে বুধবার স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল এলাকায় পৌঁছায়। এলাকায় টিউবওয়েল থেকে জল না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে তাদের তরফে এলাকার মানুষজনকে প্রয়োজনে ওষুধ ও ওআরএস বিলি করা হয়। এ ব্যাপারে রক্ষিতপুর উপস্বাস্থ্য কেন্দ্রের হেল্থ অফিসার শিপ্রা মন্ডল বলেন, আপাতত একজন মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। মানুষজনের স্বার্থে এলাকায় নজরদারি রাখা হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে মলানদিঘি অঞ্চলের যুব সভাপতি অনন্তরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, সংগঠন সহ সংশ্লিষ্ট প্রশাসনিক স্তরে বিষয়টি তুলে ধরা হয়েছে। দলের তরফেও সব রকমের তৎপরতা চালানো হচ্ছে বলে জানান তিনি।