জেলা
বৃদ্ধাশ্রমে বস্ত্র বিতরণ পুলিশের
সংবাদ সফর, আসানসোল: বৃদ্ধাশ্রমে নতুন বস্ত্র বিতরণ করল পুলিশ। সোমবার সালানপুর থানার সহযোগিতায় রূপনারায়ণপুর ফাঁড়ির উদ্যোগে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। হিন্দুস্থান কেবলস পুনর্বাসন সমিতি পরিচালিত বৃদ্ধাশ্রমে আবাসিকদের হাতে নতুন বস্ত্র তুলে দেন সালানপুর থানার আধিকারিক অমিত হাটি, রূপনারায়ণ ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা ও কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অরুনাভ ভট্টাচার্য। পুজোর মুখে এইসব মানুষজনের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন পুলিশকর্তারা।