নাবালিকার যৌন নিগ্রহের অভিযোগে পুলিশ হেফাজতে চিকিৎসক

সংবাদ সফর, আসানসোল: স্কুল পড়ুয়াকে যৌন নির্যাতন। এই অভিযোগে গ্রেফতার হলেন শহরের এক পরিচিত হৃদরোগ বিশেষজ্ঞ। অভিযুক্ত চিকিৎসককে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এ ঘটনায় চাঞ্চল্য শুরু হয়েছে শহরে। ঘটনা সূত্রে খবর মিলেছে, গত ১৫ নভেম্বর হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ রমণ রাজের চেম্বারে চিকিৎসা করাতে যান এক নাবালিকা স্কুল পড়ুয়া। শহরের সেন রেলে রোডের ওয়েস্ট আপকার গার্ডেনের চেম্বারে ওই পড়ুয়াকে যৌন নির্যাতন করেন ওই চিকিৎসক বলে অভিযোগ। পরে গোটা ঘটনার কথা বাড়ির লোককে জানায় ওই পড়ুয়া। এসবের পরিপ্রেক্ষিতে পড়ুয়ার পরিবারের পাশাপাশি সংশ্লিষ্ট স্কুলের তরফেও মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তারই ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (২) সি, ৬৪/২/এফ, ৬৫(১) ও পকসো আইনের ফোন ৬ নং ধারায় মামলা দায়ের করে মহিলা থানার পুলিশ। বৃহস্পতিবার বছর চোদ্দর ওই স্কুল পড়ুয়াকে মেডিকেল টেস্টের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পাশাপাশি ধৃত চিকিৎসককে এডিজে (২) তানিয়া ঘোষের এজলাসে পেশ করা হয়। অভিযুক্তকে পাঁচ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। কিন্তু দুপক্ষের সওয়াল জবাব শেষে অভিযুক্ত চিকিৎসককে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিকে, তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোন মন্তব্য করতে চাননি ধৃত চিকিৎসক। এ ঘটনার জেরে শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শোরগোল শুরু হয়ে যায় চিকিৎসক মহলেও।