রাজ্য

প্রতিবাদে পথে চৌকি কাঁধে চিকিৎসকরা!

সংবাদ সফর, কলকাতা: চতুর্থীতে চৌকি কাঁধে দেখা গেল জুনিয়ার ডাক্তারদের। সোমবার ধর্মতলায় অনশন মঞ্চে চৌকি আনার ব্যবস্থা করেছিলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু চৌকি বোঝাই রিক্সাভ্যানগুলি মাঝপথেই আটকে দেয় পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে বউবাজার থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র ডাক্তাররা। সংশ্লিষ্ট থানার কর্তাব্যক্তিদের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয়ে যায় তাদের। কিছুক্ষণ পরে অবশ্য সাইকেল রিক্সা সহ বাজেয়াপ্ত করা চৌকিগুলিও ফেরত দিয়ে দেওয়া হয়। পুলিশি অসহযোগিতার প্রতিবাদেসেই চৌকিগুলি কাঁধে চাপিয়ে অনশন মঞ্চের দিকে রওনা হন জুনিয়র ডাক্তাররা। বলাই বাহুল্য, আন্দোলনের প্রথম দিন থেকেই সরকার সহ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সোচ্চার হয়েছেন তারা। এসবের পরিপ্রেক্ষিতেই গত শনিবার থেকে ১০ দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। অনশনস্থলে বায়ো টয়লেট বসানো সহ অনশন স্থলে প্রয়োজনীয় ডেকোরেটার্স সামগ্রী নিয়ে পুলিশের চরম বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এদিনও চৌকি নিয়ে চিকিৎসক ও পুলিশের দ্বন্দ্বে চরম উত্তেজনা ছড়ায় বউবাজার থানা এলাকায়। তবে পুলিশ প্রশাসনের দাবি, চৌকি আনার রাস্তায় রিক্সা চালানোয় নিষেধাজ্ঞা রয়েছে। তাই নিয়ম মেনেই বাধা দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের। উল্লেখ্য, সোমবার অনশনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে আবেদন জানান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। কিন্তু ১০ দফা দাবি পূরণের লক্ষ্যে অনড় জুনিয়র চিকিৎসকরা। এদিকে, আন্দোলনের সমর্থনে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের সদস্যরা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন। একদিকে পুজো, অন্যদিকে চিকিৎসকদের প্রতিবাদ আন্দোলনে পরিস্থিতি রীতিমত ঘোরালো হয়ে উঠছে। সেক্ষেত্রে কোথাকার জল, কোথায় দাঁড়ায়- সেটাই এখন দেখার বিষয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button