মদের দোকান সরানোর দাবিতে বিক্ষোভ

সংবাদ সফর, আসানসোল: মদ্যপদের মাতলামি চরমে পৌঁছেছে। এই অভিযোগে জনবসতি থেকে মদের দোকান সরানোর দাবিতে সোচ্চার হলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার কুলটি থানার সাঁকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত ডায়মন্ড ক্লাব লাগোয়া একটি মদের দোকানের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন পুরুষ সহ এলাকার মহিলারাও। তাদের অভিযোগ, পুরনো দোকান হলেও বর্তমানে ওই এলাকায় মদ্যপদের উৎপাত বাড়ছে। রাতের বেলায় শুধু নয়, দিনে দুপুরেও মাতালদের মাতলামি, গালিগালাজ অসহ্য হয়ে উঠেছে। এসবের ফলে এলাকার স্কুল কলেজের পড়ুয়াদের উপর বিরূপ প্রভাব পড়ছে। একইসঙ্গে এলাকার পরিবেশ পরিস্থিতি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন নীলিমা মাহাতো, বদলি বাউরীরা। অবিলম্বে ওই মদের দোকান অন্যত্র সরানোর দাবিতেও সরব হন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের লোকজন। তাদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।