ডাম্পারের ছাইয়ে সমস্যা বাড়ছে, অভিযোগে বিক্ষোভ

সংবাদ সফর, আসানসোল: ডাম্পারের ছাইয়ে চরম সমস্যায় পড়েছেন মানুষজন। এই অভিযোগে রবিবার রূপনারায়ণপুর বিহার রোডে গাড়িগুলিকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। বিক্ষোভকারীদের বক্তব্য, পুরুলিয়ার রঘুনাথপুর থেকে ঝাড়খণ্ডের গোড্ডা পর্যন্ত ডাম্পারে করে নিয়ে যাওয়া হচ্ছে ছাই। গাড়ি থেকে উড়ে আসা ছাইয়ে সাধারণ মানুষজন বিপদে পড়েছেন। এসবের কারণে তাদের শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা গিয়েছে, ছাই বোঝাই গাড়িগুলি এই রাস্তা দিয়ে যাওয়ার কথা নয়। কিন্তু বেআইনি ভাবে এই রাস্তা দিয়ে ১০০ থেকে ১৫০টি ডাম্পার প্রতিদিন চলাচল করছে। এসবের প্রতিবাদে এদিন এলাকার ব্যবসায়ী সহ সাধারণ মানুষজন গাড়িগুলিকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রূপনারণয়ানপুর ফাঁড়ির পুলিশ। আটক গাড়িগুলিকে গাড়িগুলিকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় বলে খবর মিলেছে।