জেলা
রাত পোহালেই ভোট, সীমান্তে সতর্ক পুলিশ

সংবাদ সফর, আসানসোল: রাত পোহালে নির্বাচন। সেক্ষেত্রে ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিতে সম্পন্ন করার লক্ষ্যে সতর্ক পুলিশ প্রশাসন। তাই মঙ্গলবার বাংলা ঝাড়খন্ড সীমান্ত চেকপোষ্টে কড়া নজরদারি রয়েছে পুলিশের। ১৯ নং জাতীয় সড়কের ডুবুরডিহি চেকপোষ্টে বাংলা থেকে ঝাড়খন্ডগামী গাড়িতে নাকা তল্লাশি চালানো হচ্ছে। মাইথন থানার পুলিশের তরফে সব রকম সতর্কতা অবলম্বন করা হয়েছে। উল্লেখ্য, বাংলা পার্শ্ববর্তী এই রাজ্যে দুধ অফ হয় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় গত ১৩ নভেম্বর রাতের ৪৩টি কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হয়। বুধবার অর্থাৎ ২০ নভেম্বর দ্বিতীয় দফায় বাকি ৩৪টি কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন হবে।