শিল্পাঞ্চল

বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে পথে আইনজীবীরা

সংবাদ সফর, দুর্গাপুর: মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে। ইসকন প্রধান চিন্ময়কৃষ্ণ দাসের ওপর পরিকল্পিত রাষ্ট্রীয় নিপীড়নের অভিযোগে সোচ্চার হলেন আইনজীবীরা। প্রতিবাদে বুধবার আদালত প্রাঙ্গণ থেকে সিটি সেন্টারের পথে নামেন দুর্গাপুরের আইনজীবীরা। এ ব্যাপারে আইনজীবীদের বক্তব্য, মহম্মদ ইউনূসের নেতৃত্বধীন সরকারের তরফে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর চরম নির্যাতন চালানো হচ্ছে। একইসঙ্গে ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস সহ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের আইনি অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত হয়েছে বলে সরব হন তারা। এমনকি সেদেশের আইনজীবীদের ভূমিকারও সমালোচনা করা হয়। অবিলম্বে বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক অধিকার ও ব্যবস্থার দাবিতে জোর সওয়াল করেন দুর্গাপুর বারের আইনজীবীরা। এদিন এই প্রতিবাদ মিছিলে আইজিবি তুষার গুপ্ত, অভয়চাঁদ ভট্টাচার্য, দুর্গাদাস গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য আইনজীবীরা অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button