জেলা
আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক দুষ্কৃতী
সংবাদ সফর, আসানসোল: আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল এস টি এফ। আসানসোল উত্তর থানার চাঁদমারি এলাকা থেকে ধৃত ওই ব্যক্তির নাম মহঃ আরিফ। ধৃতের কাছ থেকে তিনটে সেভেন এমএম কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে আসানসোল উত্তর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এস টি এফ-এর তরফে। শুক্রবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়। বিশেষ সূত্রে খবর মিলেছে, ধৃত আরিফ আন্তরাজ্য কুখ্যাত গ্যাং- এর সদস্য। বিহারের বাসিন্দা সে হলেও বর্তমানে ঝাড়খণ্ডে বসবাস করছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে এসটিএফের দল আসানসোলের চাঁদমারি এলাকায়। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।