জেলা
বিভিন্ন প্রকল্পের শিলান্যাসে বিধায়ক
সংবাদ সফর, আসানসোল: বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিলান্যাস করা হল সালানপুরে। রবিবার সালানপুর ব্লকের সামডি পঞ্চায়েতে একটি বাউন্ডারি দেওয়াল,সামডি রায় পাড়ায় ছোট্ট আকারে একটি কমিউনিটি হল,লো-হাটে একটি নর্দমা এবং সিয়াকুল বেড়িয়াতে একটি বাউন্ডারি ওয়াল সহ স্টেডিয়ামের শিলং ম্যাচ করেন এলাকার বিধায়ক বিধান উপাধ্যায়। এছাড়াও কল্যা পঞ্চায়েতের অন্তর্গত নেতাজি কলোনির সামনে একটি সাবমার্সেল, নর্দমার পাশাপাশি রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রূপনগরে মুখ্য রাস্তা সহ নর্দমার কাজের শিল্যানাস করা হয়। এদিন, বিধায়ক বিধান উপাধ্যায় জানান, প্রায় সাতটি নতুন কাজের শিল্যানাস করা হয়েছে। এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, তৃণমূল নেতা ভোলা সিং সহ অন্যান্যরা।