শিল্পাঞ্চল
পরিত্যক্ত গাড়ির কেবিনে অগ্নিদগ্ধ চার শিশু

সংবাদ সফর, কাঁকসা: পরিত্যক্ত গাড়িতে আগুনে ঝলসে গেল চার শিশু। কাঁকসার রাইস মিল রোডের মর্মান্তিক এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বুধবার দুপুরবেলায় একটি পরিত্যক্ত গাড়ির কেবিনের ভেতরে খেলছিল এক শিশু কন্যা সহ তিন নাবালক। হঠাৎই ওই গাড়িতে আগুন লেগে যায়। গাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে। গাড়ির ভেতর আটক নাবালক ও শিশুকন্যার চিৎকার শুনে এলাকার মানুষজন তাদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। বাকি দুজনের চিকিৎসা চলছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এ ঘটনায় উদ্ধারকারী ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। তাকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।