শিল্পীদের উৎসাহ প্রদানে হস্তশিল্প প্রতিযোগিতা শিল্পাঞ্চলে

সংবাদ সফর, দুর্গাপুর: জেলা হস্তশিল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দুর্গাপুর হাটে। বুধবার দুর্গাপুরের পলাশডিহায় দুর্গাপুর হাটে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি দপ্তরের উদ্যোগে এই প্রতিযোগিতায় জেলার ১২০ জন হস্তশিল্পী অংশ নেন। এই প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পোন্নামবালাম , জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সহ বিশিষ্টজনেরা। প্রতিযোগিতা প্রসঙ্গে জেলাশাসক এস পোন্নামবলাম বলেন , দুর্গাপুর হাটের মেলায় দেশ-বিদেশের মানুষের আনাগোনা হয় শীতকালে। শীতের প্রাক্কালে জেলার এই প্রতিযোগিতা হস্তশিল্পীদের উৎসাহিত করবে বলে আশাপ্রকাশ করেন তিনি। এ ব্যাপারে জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি বলেন, রাজ্য সরকার হস্তশিল্পীদের নানাভাবে সহযোগিতা করছেন। তাদের স্বনির্ভরতার লক্ষ্যে এ ধরনের শিল্প-কর্মের প্রসার সহ বিপণনের ক্ষেত্র প্রস্তুতে সরকার তৎপর। তাই শিল্পীদের উৎসাহ প্রদানে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। উদ্যোক্তাদের তরফে এই প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে তিনজন সহ বিশেষ পুরস্কার দেওয়া হয় দুজন শিল্পীকে।