ভেঙে ফেলা হল ইস্কোর পাঁচটি কুলিং টাওয়ার

সংবাদ সফর, ৬ এপ্রিল, আসানসোল: মাত্র কয়েক সেকেন্ড। পাঁচটি কুলিং টাওয়ার মাটিতে মিশে গেল। রবিবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল আসানসোল। কারখানা সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য এই কুলিং টাওয়ার গুলিকে ভেঙ্গে ফেলা হল বলে জানিয়েছেন ইসকো কর্তৃপক্ষ। উল্লেখ্য, ১৯৩৬ সালে নির্মিত ইস্কো ইস্পাত কারখানায় এই টাওয়ারগুলি বসানো হয়। ইস্পাত তৈরিতে জল ঠান্ডা করার কাজে সেগুলি ব্যবহার হত। কিন্তু সময় বদলেছে। নয়া প্রযুক্তির যুগে বিশাল পরিসরে বিস্তৃত এই টাওয়ারগুলি কার্যত বোঝা হয়ে দাঁড়ায়। কম পরিসরে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির হাইটেক মেশিন অনেক বেশি কার্যকর। সেক্ষেত্রে এই টাওয়ার গুলি ভেঙে সেখানে অত্যাধুনিক মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানান কারখানার জনসংযোগ আধিকারিক ভাস্কর কুমার। তার কথায়, এই বিস্তীর্ণ পরিসরে কারখানার সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে। সেক্ষেত্রে এই কুলিং টাওয়ার গুলিকে ভেঙে ফেলা ছাড়া উপায় ছিল না বলে জানান তিনি। তবে ওই টাওয়ার গুলি শুধুমাত্র কারখানারই অংশ ছিল না, ৩০ থেকে ৪৫ মিটার জায়গা জুড়ে ৭২ মিটার উচ্চতার এই পাঁচটি টাওয়ার আসানসোলের ঐতিহ্যশালী ল্যান্ডমার্কে পরিণত হয়েছিল। কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে সেগুলি ভেঙে ফেলায় কিছুটা দুঃখ হয়েছে স্থানীয় মানুষজনের। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে কারখানার সম্প্রসারণ সহ সার্বিক উন্নয়নের পরিকল্পনায় খুশি ব্যক্ত করেছেন তারা। উল্লেখ্য, সুবিশাল এই টাওয়ারগুলি ভেঙে ফেলার জন্য দক্ষিণ আফ্রিকা ও মুম্বাইয়ের দুটি বিশেষজ্ঞ সংস্থাকে নিয়োগ করা হয়। গত ছয় মাস ধরে এই টাওয়ার গুলিতে বিস্ফোরক লাগানোর কাজ চালানো হচ্ছিল। রবিবার তারই চূড়ান্ত পর্বে কয়েক সেকেন্ডের মধ্যে ওই কুলিং টাওয়ারগুলিকে ভেঙে ফেলা হয়।