পুলিশি তৎপরতায় ডাকাতি ছক বানচাল, ধৃত চার

সংবাদ সফর, দুর্গাপুর: ডাকাতির পরিকল্পনা বানচাল করল পুলিশ। বুধবার রাতের দিকে সশস্ত্র একটি ডাকাত দল দুর্গাপুর বাজারে আসে। গোপন সূত্রে খবর পেয়ে কোক ওভেন থানার পুলিশও সেখানে পৌঁছায়। সশস্ত্র ওই দুষ্কৃতিদের সঙ্গে রীতিমতো লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয় পুলিশের। শেষমেষ ওই দুষ্কৃতীদের পাকড়াও করা হয়। এ ঘটনায় ধৃত বিহারের ঝাঁঝার বাসিন্দা রনজিৎ রবিদাস, সন্তোষ দাস, ভিকি শা, বিজয় শা সহ উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা দীপক দাসকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। তাদের কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল, নাইনএমএম পিস্তল সহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পুলিশের তরফে জানা যায়, বুধবার রাতের দিকে দুষ্কৃতিদের ওই দলটি দুর্গাপুর স্টেশনে নামে। স্টেশন লাগোয়া দুর্গাপুর বাজারে ডাকাতির ছক কষেছিল তারা। কিন্তু তাদের অন্য এক শাগরেদ না আসায় ওই চার দুষ্কৃতি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়। ওই চার দুষ্কৃতির সঙ্গে পুলিশের কার্যত লড়াই শুরু হয়ে যায়। শেষমেশ পুলিশ তাদের পাকড়াও করে। বৃহস্পতিবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ হেফাজতে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা।