জেলা
বেআইনি বালি বোঝাই ট্রাক্টর আটক পুলিশের
সংবাদ সফর, আসানসোল: বালি পাচার বন্ধ হয়নি। হাজারও নিষেধাজ্ঞা সত্ত্বেও বেআইনি বালি কারবারের রাশ টানা যাচ্ছে না। আসানসোলের কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়ি এলাকায় চারটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটকে এমনই প্রমাণ মেলে। পুলিশের তরফে সুভাষমোড় ও গাঙ্গুটিয়া রোডের কাছ থেকে দুটি করে বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়। দুটি ট্রাক্টর চালককে আটক করা হলেও বাকি দুজন পালিয়ে যায়। থেকে আটক করে। আপাতত ঘটনার তদন্তে শাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ বলে খবর মিলেছে।