পুলিশ হেফাজতে পাঠানো হল সাংবাদিককে

সংবাদ সফর, দুর্গাপুর, ২২ এপ্রিল: দুদিনের পুলিশ হেফাজতে পাঠানো হল ধৃত সাংবাদিককে। বলাই বাহুল্য, সোমবার ওই সাংবাদিককে গ্রেপ্তারে চাঞ্চল্য ছড়ায় জনমানসে। ওইদিন রাতের দিকে এক ব্যবসায়ীর কাছে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে মনোজ সিং নামের একটি নিউজ পোর্টালের সম্পাদককে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। মঙ্গলবার ধৃত ওই সাংবাদিককে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর মিলেছে, দুর্গাপুরের অচিন্ত্য গড়াই নামের এক ব্যবসায়ীর কাছে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করেছিলেন সাংবাদিক মনোজ সিং। এ ব্যাপারে অচিন্ত্য গড়াই নামের ওই ব্যবসায়ী মনোজ সিংয়ের বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর মিলেছে। মঙ্গলবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্ত সাংবাদিকের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এ বিষয়ে অভিযোগকারী ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে এ ব্যাপারে বারবার ফোন করা সত্ত্বেও অভিযুক্ত আইনজীবীর তরফেও তেমন কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, দুর্গাপুরে একটি নিউজ পোর্টাল চালান মনোজ সিং। বিভিন্ন বিতর্কিত খবরের পরিবেশনার কারণে ওই নিউজ পোর্টালটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। হঠাৎই তার গ্রেপ্তারে জোর জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।