জেলা
লক্ষীর পরমান্নে জন্মদিন সারলেন নরেন্দ্রনাথ

সংবাদ সফর, পাণ্ডবেশ্বর: আদিবাসীদের সঙ্গে জন্মদিনে মাতলেন বিধায়ক। ১০ জানুয়ারি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মদিন। তাই পাণ্ডবেশ্বর বিধানসভার শ্যামসুন্দরপুর গ্রামের লক্ষ্মী মুর্মু তার বাড়িতে প্রিয় বিধায়কের জন্মদিন পালনের ইচ্ছাপ্রকাশ করেন। আর তারই ইচ্ছাপূরণে লক্ষীর দাওয়ায় বসে পায়েস, পরমান্নে জন্মদিন সারলেন বিধায়ক নরেন্দ্রনাথ। একইসঙ্গে আদিবাসী মানুষজনেদের সঙ্গে কেকও কাটেন তিনি। বিধায়ককে নিজের বাড়িতে বসিয়ে খাওয়ানোর আনন্দ ব্যক্ত করেন লক্ষ্মী মুর্মু। তার কথায়, সুখে দুঃখে দাদা তাদের পাশে থাকেন। তারাও দাদার সঙ্গছাড়া হবেন না বলে জানান লক্ষ্মী। একইসঙ্গে লক্ষীর আতিথেয়তা ও আন্তরিকতার পাশাপাশি আদিবাসী নাচে গানে জন্মদিন পালনের আলাদা আনন্দ অনুভূতির কথা ব্যক্ত করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।