শিল্পাঞ্চল

নিঃশুল্ক সিটি স্ক্যান পরিষেবার সূচনা মহকুমা হাসপাতালে

সংবাদ সফর, দুর্গাপুর, ১৮ এপ্রিল: পরিকাঠামোর পাশাপাশি চিকিৎসা পরিষেবার সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার নিঃশুল্ক সিটি স্ক্যান পরিষেবা চালু হচ্ছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। রবিবার তারই উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতি তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমাশাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়, হাসপাতাল সুপার ডাঃ ধীমান মন্ডল, দুর্গাপুর নগর নিগমের প্রশাসন মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা সহ অন্যান্যরা। উল্লেখ্য, রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবার স্বার্থে রাজ্যের একটি নামকরা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় নিঃশুল্ক সিটি স্ক্যান ব্যবস্থা শুরু করা হচ্ছে। পিপিপি মডেলে এই পরিষেবা প্রদানে প্রভূত উপকৃত হবেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তার আত্মীয় পরিজনেরা। এ ব্যাপারে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতাল বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসার সুবিধা পাচ্ছেন বাংলার মানুষজন বলে জানান তিনি। একইসঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিঃশুল্ক সিটি স্ক্যান পরিষেবার সুবিধা পাবেন দুর্গাপুর সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন। সেক্ষেত্রে হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়নে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্তের ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী প্রদীপ মজুমদার। রবিবার হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এ ধরনের নিঃশুল্ক সিটি স্ক্যান পরিষেবা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পাওয়া দুষ্কর। সেক্ষেত্রে রাজ্যে প্রথম দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই পরিষেবা চালু হতে চলেছে। একইসঙ্গে পরিকাঠামো সহ হাসপাতালের চিকিৎসা পরিষেবায় বিশেষ পরিচিতি লাভ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল বলে দাবি করেন তিনি। অনুষ্ঠান শেষে হাসপাতাল সুপার ডাঃ ধীমান মন্ডল জানান, সিটি স্ক্যান চালু হলে সহজেই উন্নত চিকিৎসার সুযোগ পাবেন রোগী সহ তার আত্মীয় পরিজনেরা। বলাই বাহুল্য, হাসপাতালের সার্বিক উন্নয়নে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্তের উদ্যোগ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। তারই কর্মতৎপরতায় আগামীদিনে দক্ষিণবঙ্গ সহ রাজ্যের ‘মডেল’ হাসপাতাল হিসেবে পরিগণিত হবে দুর্গাপুর মহকুমা হাসপাতাল- এমনটাই মনে করেন শিল্পাঞ্চলের মানুষজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button