যোগ শিবিরের সূচনা হল মহাসমারোহে

সংবাদ সফর, পাণ্ডবেশ্বর, ২১ জুন: ত্রি-দিবসীয় মহোৎসবের সূচনা হল বাঁকোলায়। শনিবার ইসিএলের বাঁকোলা এরিয়া ও আর্ট অফ লিভিং-এর যৌথ উদ্যোগে তিনদিনের এই উৎসবের সূচনা করা হয়। প্রশিক্ষণ ছাড়াও উৎসবে রয়েছে যোগ বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান সহ অঙ্কন প্রতিযোগিতা। উল্লেখ্য, শনিবার সারা বিশ্বে উৎসাহের সঙ্গে পালিত হল বিশ্ব যোগ দিবস । ব্যতিক্রম নয় বাঁকোলাও। এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বাঁকোলা এরিয়ার গুলমোহর ক্লাবে । প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এরিয়া জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার সাহু ও আর্ট অফ লিভিং-এর স্টেট কাউন্সিল সদস্য সুমিত বন্দ্যোপাধ্যায় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসিএলের অন্যান্য আধিকারিকেরাও। উদ্যোক্তাদের কথায়, তিন দিনের যোগ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। রবিবার যোগা বিষয়ক বসে আঁকো ও যোগা প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে। তৃতীয় দিন অর্থাৎ সোমবার সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদান সহ এ সংক্রান্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান। এ ব্যাপারে আর্ট অফ লিভিং-এর স্টেট কাউন্সিল সদস্য সুমিত বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু মানসিক ও শারীরিক সুস্থতার জন্য নয়, যোগ, প্রাণায়ামের মাধ্যমে ধর্ম, বিভেদ ভুলে সকলকে সুস্থ সংস্কৃতির বন্ধনে আবদ্ধ করা যায়। সেক্ষেত্রে যোগা, প্রানায়মের চর্চার সার্বিক প্রসার ঘটাতে হবে বলে জানান তিনি ।