সরকারি প্রাঙ্গনে নির্বিচারে বৃক্ষ নিধন! অভিযোগে চাঞ্চল্য খনি-শিল্পাঞ্চলে
একদিকে যখন পরিবেশ দূষণ রোধে পথে নেমেছেন প্রকৃতি প্রেমিকরা, অন্যদিকে তখন নির্বিচারে বৃক্ষ নিধনের ছবি ধরা পড়ল আসানসোলের সালানপুরে। শনিবার সালানপুর ব্লকের উত্তরামপুর জিৎপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারি কমিউনিটি হল ‘নীললোহিত’ চত্বর থেকে একাধিক বিশালকায় বৃক্ষ কেটে ফেলা হয় । কল্যাণগ্রাম- ১ অঞ্চলে এই সরকারি কমিউনিটি হল এলাকা থেকে গাছগুলিকে কেটে ফেলা হয় বিনা অনুমতিতেই বলে অভিযোগে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের রূপনারায়ণপুর অফিসের বনকর্মীরা। ততক্ষণে কেটে ফেলা গাছের গুঁড়িগুলিকে তুলে নেওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল বলে খবর মেলে। জানা গিয়েছে, ইলেকট্রিক করাত দিয়ে বড় বড় গাছগুলিকে কাটার পর সেগুলিকে সুবিধামত ছোট ছোট ভাগে খণ্ড করা হয়েছিল। কিছু মানুষজন গাছের গুঁড়িগুলিকে তুলে নিয়ে যাওয়ার জন্য গাড়ি সহ সেখানে জড়োও হয়েছিলেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা। এ ব্যাপারে রেঞ্জ অফিসার তমালিকা চন্দ জানান, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। পাশাপাশি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। একইসঙ্গে অনুমতি ছাড়াই গাছ কাটার জন্য জরিমানাও করা হবে বলে জানান ওই বনকর্তা। তবে এ ঘটনার নেপথ্যে কারা বা নির্বিচারে বৃক্ষ নিধন কার নির্দেশে হয়েছে- তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে খনি-শিল্পাঞ্চলে।