পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়নে বৈঠক হাসপাতালে

সংবাদ সফর, আসানসোল, ৩ মে: হাসপাতালে সার্বিক পরিকাঠামো ও পরিষেবা উন্নয়নের লক্ষ্যে তৎপর প্রশাসন। তারই লক্ষ্যে শনিবার আসানসোল জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক এস. পোন্নামবালাম, হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস সহ প্রশাসনের কর্তা ব্যক্তি ও সমিতির সদস্যরা। নতুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সুষ্ঠু পরিচালনা সহ হাসপাতালের সার্বিক পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত আলোচনা হয় এই বৈঠকে। একইসঙ্গে এই বৈঠকে চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বেশ কিছু প্রস্তাব গৃহীত হয়। এ ব্যাপারে জেলাশাসক এস পোন্নামবালাম বলেন, আসানসোেল জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা উন্নত করার পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। সেক্ষেত্রে আগামীদিনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ নিরাপত্তায় ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতি, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে। এরই পাশাপাশি এই বৈঠকে হাসপাতালে সুষ্ঠু ও স্বচ্ছ চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে রোগীদের জন্য বিশেষ হেল্পলাইন ও কমপ্লেন বক্স চালু করার প্রস্তাব গৃহীত হয় বলে জানা গিয়েছে।