শিল্পাঞ্চল
আরজি কর ঘটনার প্রতিবাদে পথে স্কুলের প্রাক্তনীরা

সংবাদ সফর, আসানসোল: তিলোত্তমার নারকীয় খুন, ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথে নামলেন স্কুলের প্রাক্তনীরা। রবিবার ইস্ট্রান রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তনীরা হাতে প্লেকার্ড, মোমবাতি নিয়ে এ ঘটনার বিচারের দাবিতে সরব হন। তবে শুধু স্কুলের প্রাক্তনীরাই নয়, নাগরিক সমাজের সাধারণ মানুষজনও এই প্রতিবাদ মিছিলে পা মেলান। শহরের ইস্টার্ণ রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এই মিছিল শুরু হয়ে শেষ হয় ভগৎ সিং মোড়ে। উল্লেখ্য, সোমবার সুপ্রীম কোর্টে আরজি করে নারকীয় খুন,ধর্ষণের ঘটনার শুনানি হবে। তার আগে রবিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিচারের দাবিতে সরব হন সাধারণ মানুষজন।