কৃতী প্রতিভাবানদের সম্মান প্রদানের উদ্যোগ জেলায়

সংবাদ সফর, দুর্গাপুর, ২০ জুলাই: সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল, প্রতিভাবানদের সম্মানিত করার উদ্যোগ নিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। দুর্গাপুর নগর নিগম, আসানসোল নগর নিগমের যৌথ উদ্যোগ সহ চেম্বার অফ কমার্সের সহযোগিতায় শিল্প শিক্ষা স্বাস্থ্য সহ সামাজিক ক্ষেত্রে কৃতিদের ‘ জেলা সম্মান ২০২৫’ প্রদান করা হবে। আগামী ১৭ আগস্ট সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে নির্দিষ্ট বিভাগে নির্বাচিতদের পুরস্কৃত করা হবে সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। শনিবার সিটিসেন্টারের এডিডিএ-র কনফারেন্স হলে একথা জানান রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায় সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। নয়া শিল্প বা উদ্যোগপতি সহ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের সফল উদ্যোগপতিদের সম্মানিত করা হবে। একইসঙ্গে ক্রীড়া, শিক্ষা সহ সামাজিক ক্ষেত্রে কৃতীদের সম্মানিত করা হবে উদ্যোক্তাদের তরফে।আধুনিক পশ্চিম বর্ধমানের রূপকার সহ আটটি বিভাগে সফল প্রতিভাবানদের সম্মান প্রদান করা হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। ১৯ জুলাই শনিবার থেকে ২৫ জুলাই পর্যন্ত বিভিন্ন বিভাগে মনোনয়নপত্র দাখিল করার সময় নির্দিষ্ট করা হয়েছে। তা বিচার-বিশ্লেষণ করে চূড়ান্তভাবে মনোনীতদের হাতে ‘ জেলা সম্মান ২০২৫’ তুলে দেওয়া হবে বলে জানান রাজ্যের মন্ত্রী সহ উপস্থিত প্রশাসনের কর্তাব্যক্তিরা। সমাজের তরুণ ও যুব প্রজন্মকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা।