শিল্পাঞ্চল

বক্স, ডিজে বাজিয়ে তান্ডব! বন্ধ করল পুলিশ

সংবাদ সফর, দুর্গাপুর: মাধ্যমিক পরীক্ষা চলছে। সেক্ষেত্রে সরকার তথা সংশ্লিষ্ট প্রশাসনের তরফে উচ্চস্বরে মাইক বক্স বাজানো নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দুর্গাপুর ইস্পাত নগরের নেতাজি ভবনে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে তারস্বরে ডিজে,বক্স বাজিয়ে নাচাগানার আসর বসে। ফলে চরম সমস্যায় পড়েন আশপাশের এলাকার পরীক্ষার্থীরা। অভিভাবকদের তরফে পুলিশের কাছে অভিযোগ করা হয়। অভিযোগ পেয়েই তড়িঘড়ি নেতাজি ভবনে হানা দেয় দুর্গাপুর থানার পুলিশ। তৎক্ষণাৎ বিয়ে বাড়ির নামে আনন্দ হুলোড় বন্ধের পাশাপাশি ডিজে, বক্সগুলি বাজেয়াপ্ত করা হয়। একইসঙ্গে এ ব্যাপারে আইনভঙ্গকারীদেরও সতর্ক করে দেয় পুলিশ। উল্লেখ্য গত সোমবার অর্থাৎ ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে রাজ্যে। সেক্ষেত্রে পরীক্ষা চলাকালীন অর্থাৎ ২২ ফেব্রুয়ারি পর্যন্ত উৎসব অনুষ্ঠানে রীতিমতো রাশ টানা হয়েছে সরকারের তরফে। বুধবার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ইস্পাত নগরীর নেতাজি ভবনে হানা দেয় দুর্গাপুর থানার পুলিশ।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button