কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের কর্মীসভা বাঁকোলায়
সংবাদ সফর, পাণ্ডবেশ্বর : কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের কর্মীসভা অনুষ্ঠিত হল বাঁকোলায়। রবিবার ইসিএলের বাঁকোলা এরিয়ার গুলমোহর ক্লাবে তৃণমূল সমর্থিত কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব তথা জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, সুজিত চক্রবর্তী, বাংলা এরিয়ার সভাপতি বলাই বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা । কয়লা খনির সার্বিক পরিস্থিতি ও খনি কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এই সভায়। একইসঙ্গে বুনিয়াদি স্তরে সংগঠনকে শক্তিশালী করতে জোর দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের ঐক্যকে সুদৃঢ় করতে বেশ কিছু কর্মসূচি গৃহীত হয় এই সভায়। এদিন, এই কর্মীসভায় সংগঠনের মহাসচিব হরেরাম সিং জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের সমর্থনে সর্বশক্তি দিয়ে কাজ করবে কয়লা খাদান শ্রমিক কংগ্রেস। খনি প্রভাবিত এলাকা থেকে দলীয় প্রার্থীদের সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করতে কাজ করবেন তারা বলে জানান তিনি।