কুম্ভের কল্যাণে ঝান্ডা বেচেই লক্ষীলাভ!

সংবাদ সফর, আসানসোল: কুম্ভের কল্যাণে লক্ষী লাভ! পুণ্যার্থীদের গাড়িতে স্রেফ ঝান্ডা লাগিয়ে উপার্জনের পথ বেছে নিয়েছেন বাংলার যুবকরা। এমনই দৃশ্য দেখা গেল ১৯ নম্বর জাতীয় সড়কের ডুবুরডি চেকপোষ্টের ধানবাদগামী রাস্তায়। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ঝাড়খন্ড সীমান্তের ডুবুরডি চেকপোস্ট হয়ে প্রয়াগরাজে কুম্ভ মেলার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন পুণ্যার্থীরা। প্রতিদিন শয়ে শয়ে পুণ্যার্থী বোঝাই গাড়ি প্রয়াগরাজে দৌড়চ্ছে। আর ঠিক সেই চেকপোষ্টের আশেপাশে শিব, বজরংবলি বা রামচন্দ্রের চিত্র রঞ্জিত ঝান্ডার গোছা হাতে দাঁড়িয়ে রয়েছেন জনা চারেক যুবক। অধিকাংশ গাড়িতেই এ ধরনের ধর্মীয় ঝান্ডা লাগানো রয়েছে। যেসব গাড়িতে ঝান্ডা বা ধর্মীয় ধ্বজ লাগানো নেই, উৎসাহী পূর্ণ্যার্থীরা তাদের কাছ থেকে তা কিনে গাড়িতে লাগিয়ে ফেলছেন। এর জন্য ঝান্ডা বা ধ্বজ পিছু ৫০ টাকা দক্ষিণা দিতে হচ্ছে। সারাদিনে কম করে কুড়ি- পঁচিশটি বিক্রি হচ্ছে। তাতে করে মাথাপিছু ১০০ থেকে ১৫০ টাকা উপার্জন হচ্ছে বলে জানান ওইসব যুবকরা। কুম্ভের কল্যাণে এই কদিন দু-পয়সা আয় হওয়ায় খুশি ঝান্ডা বিক্রেতারা, অন্যদিকে দেবদেবীর চিত্র সম্বলিত ঝান্ডা বা ধর্মীয় ধ্বজ লাগিয়ে খুশি মনে পুণ্যার্থীরা পাড়ি দিচ্ছেন প্রয়াগরাজে।