পুকুর ভরাটের অভিযোগে ধৃত জমি কারবারি
সংবাদ সফর, আসানসোল: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপরতা বেড়েছে পুলিশ প্রশাসনের। বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগে এক জমি কারবারিকে পাকড়াও করেছে পুলিশ। শনিবার আসানসোল উত্তর থানার তরফে ধৃত এহাতরাম আজমি ওরফে উইলসনকে আদালতে পেশ করা হয়। তাকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। অভিযোগ, আসানসোল উত্তর থানা এলাকায় বিভিন্ন বহুতল নির্মাণের সঙ্গে যুক্ত উইলসন।
আসানসোল নগর নিগম সূত্রে খবর মেলে, গত আগস্ট মাসে তার বিরুদ্ধে পলাশডিহা গ্রামে একটি পুকুর ভরাটের অভিযোগ ওঠে। ওই গ্রামের শ্যামল কৃষ্ণ রায়, তাপস নন্দীরা এই অভিযোগ আনেন। এমনকি তার বিরুদ্ধে জাল দলিল বানিয়ে সরকারি জমি দখলের অভিযোগও রয়েছে এলাকায়। তবে এই মামলায় মহঃ কলিমউদ্দিন ও আমরোজ আজমি নামের দুই অভিযুক্তের সন্ধানে নেমেছে পুলিশ। এদিকে, ধৃত উইলসনদের সঙ্গে কোন প্রভাবশালী শাসক নেতৃত্বে যোগ রয়েছে বলে জল্পনা জোরালো হয়েছে শহরে।