বিপুল পরিমাণ গাঁজা সহ ধৃত চার
সংবাদসফর , দুর্গাপুর : মাদক পাচার রুখল পুলিশ। বুধবার সন্ধ্যে নাগাদ কোক ওভেন থানার পুলিশের তরফে অভিযানে এই সাফল্য মেলে। এ ঘটনায় প্রায় ৭৫ কেজি গাঁজা উদ্ধার সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে ধৃতদের চারচাকা গাড়িটিতেও বাজেয়াপ্ত করা হয়। ধৃত ভরত কুমার জয়সওয়াল দুর্গাপুরের রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা। বাকি তিনজন অর্থাৎ আনারুল ইসলাম, দিলদার মন্ডল ও আব্দুল খালেক শেখ মুর্শিদাবাদের রানীনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যা নাগাদ সাদা রঙের একটি চারচাকা গাড়ি দুর্গাপুরের গ্রামন ব্রিজ থেকে রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুকের দিকে যাচ্ছিল। হঠাৎই মাঝপথে ওই গাড়িটিকে আটকায় কোক ওভেন থানার পুলিশ। গাড়িতে তল্লাশি করে প্রায় ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ গাড়ি চালক সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত ওই গাঁজার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। উড়িষ্যার বারপল্লী থেকে ট্রেনে চাপিয়ে ব্যাগে করে ওই পরিমাণ গাঁজা দুর্গাপুর স্টেশনে নিয়ে আসেন মুর্শিদাবাদের রাণীনগরের আনারুলরা। পরে স্টেশন থেকে ভরত কুমার জয়সওয়ালের সঙ্গে তারা রাতুরিয়া অঙ্গদপুর রাস্তা ধরে ওয়ারিয়ার পথে যাচ্ছিলেন। কিন্তু মাঝ পথেই তাদের পাকড়াও করে পুলিশ। বৃহস্পতিবার দুপুর নাগাদ ধৃতদের আসানসোল জেলা আদালতে পাঠানো হয়।