অবস্থান বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের
সংবাদ সফর, দুর্গাপুর: ধারাবাহিক নারী নির্যাতন, ধর্ষণ সহ রাজ্যের আইন-শৃঙ্খলা অবনতির অভিযোগে সোচ্চার হল কংগ্রেস। শনিবার নিউ টাউনশিপ ও কোক ওভেন থানায় অবস্থান-বিক্ষোভে শামিল হন দলের কর্মী সমর্থকেরা। এই বিক্ষোভ আন্দোলনের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সদস্য তরুন রায়, জেলা ইনটাক সভাপতি সুভাষ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্যের প্রতিটি থানায় অবস্থান বিক্ষোভের ডাক দেন। তারই পরিপ্রেক্ষিতে শনিবার পথে নামেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। অবস্থান বিক্ষোভের পাশাপাশি রাজ্যে সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার হন তারা। এদিন, কংগ্রেস নেতৃত্বের তরফে থানা আধিকারিকদের কাছে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। শনিবার দলের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর ২ নং ব্লক কংগ্রেস সেবাদলের সভাপতি তথা আইনজীবী রবীন চট্টোপাধ্যায়, দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভার যুব কংগ্রেস কমিটির সভাপতি সাহেব বাউরি ও মৃগাঙ্গ মণ্ডল, কংগ্রেস আইনজীবী সেলের কোষাধ্যক্ষ তথা মহিলা কংগ্রেস নেত্রী দেবযানী দাস, নগর নিগমের অস্থায়ী সাফাই কর্মী ইউনিয়নের সম্পাদক উজ্জ্বল রুইদাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।