জেলা
বিশেষভাবে সক্ষমদের হুইলচেয়ার প্রদান বিধায়কের

সংবাদ সফর পাণ্ডবেশ্বর: বিশেষভাবে সক্ষম পড়ুয়া ও মানুষজনকে হুইল চেয়ার প্রদান করলেন বিধায়ক। শুক্রবার পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় কুমারডিহি চাঁদের হাট কমিউনিটি হলে একটি অনুষ্ঠানে ১৫০ জন পড়ুয়া সহ মানুষজনকে এই হুইলচেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর ফরিদপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ সংশ্লিষ্ট পঞ্চায়েত দপ্তরের কর্তাব্যক্তিরা। বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা যাতে নির্বিঘ্নে স্কুলে যাতায়াত করতে পারে তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।