হাসপাতালে পরীক্ষায় পরীক্ষার্থী

সংবাদ সফর, দুর্গাপুর: হাসপাতালেই পরীক্ষা দিলেন পরীক্ষার্থী। সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিশেষ কক্ষে মাধ্যমিক পরীক্ষার্থী বিশু পাহাড়ির পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। গত রবিবার পেটের গোলমালজনিত সমস্যায় মহকুমা হাসপাতালে ভর্তি হন জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের ওই পড়ুয়া। নিয়ম মোতাবেক বিধাননগর বয়েজ স্কুলে তার পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালের বেডেই ওই পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে সংশ্লিষ্ট প্রশাসন। নজরদারির দায়িত্ব ছিল দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ। তবে হাসপাতাল থেকে সোমবারই ছুটি হয়ে গিয়েছে ওই পরীক্ষার্থীর। মঙ্গলবার থেকে যথা নিয়মে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র থেকেই পরীক্ষা দেবে সে বলে জানান ভাদুবালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জয়নুল হক। এ বছর এই স্কুল থেকে মোট ৮৯ জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। তার মধ্যে ৫২ জন ছাত্রী। পাশাপাশি ৩৭ জন ছাত্র ভাদুবালা বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পরীক্ষায় বসেছে বলে জানান তিনি।