শিল্পাঞ্চল

ম্যারাথন দৌড়ের আয়োজন শিল্পাঞ্চলে

সংবাদ সফর, দুর্গাপুর: গতবারের মতো ‘রান ফর ডায়াবেটিস’ শীর্ষক ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে লায়ন্স ইন্টারন্যাশনাল। লায়ন্স ও জংশন মলের উদ্যোগে নেতাজির জন্মদিনে অর্থাৎ আগামী ২৩ জানুয়ারি পাঁচ কিলোমিটারের এই ম্যারাথন দৌড়ে শুধু পশ্চিম বর্ধমান নয়, পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খন্ড থেকেও প্রতিযোগীরা অংশ নেবেন। শুক্রবার বেনাচিতির প্রান্তিকা সংলগ্ন লায়ন্স ইন্টারন্যাশনালের সভাগৃহে সাংবাদিকদের এমনটাই জানান উদ্যোক্তারা। এ ব্যাপারে লায়ন্স ইন্টারন্যাশনালের সভাপতি হীমল দত্ত ও জোনাল চেয়ারম্যান বিপ্লব চট্টোপাধ্যায় জানান, পুরুষ মহিলা মিলে সর্বোচ্চ ৫০০ জন প্রতিযোগী এই দৌড়ে অংশ নেবেন। ম্যারাথনে সফল প্রতিযোগী অর্থাৎ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর জন্যে যথাক্রমে ১৫, ১০ ও ৫ হাজার টাকার নগদ আর্থিক পুরস্কার রাখা হয়েছে। এছাড়াও তাদের পদক ও শংসাপত্র প্রদান করা হবে। আগামী ২৩ জানুয়ারি সকাল ৮টায় সিটি সেন্টারের জংশন মল থেকে এই দৌড় শুরু হবে। সেক্ষেত্রে উৎসাহী দৌড়বিদরা তাদের নাম নথিভূক্ত করতে পারেন বলে জানিয়েছেন তারা। ‘রান ফর ডায়াবেটিস’ শীর্ষক ম্যারাথনের প্রাসঙ্গিকতা ব্যাখ্যায় জংশন মলের তরফে অরিজিৎ চট্টোপাধ্যায় জানান, মধুমেহ বা ডায়াবেটিস সুস্থ জীবনের শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। দিনে দিনে ডায়াবেটিক রোগীর সংখ্যা বাড়ছে। সেক্ষেত্রে এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে এই ম্যারাথন দৌড় সফল করতে মোহনবাগান ফ্যান ক্লাবের মতো শিল্পাঞ্চলের বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের তরফে সহযোগিতার আবেদন জানিয়েছেন উদ্যোক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button