বজবজে শিখ নিধনের স্মৃতি জাগ্রত করতে পদযাত্রা
সংবাদ সফর, আসানসোল: জালিয়ানওয়ালাবাগের মতো বজবজেও শিখ নিধন করেছিল ব্রিটিশরা। তারই স্মৃতি জাগ্রত করতে পদব্রজে জালিয়ানওয়ালা পাড়ি দিয়েছেন অতীন হালদার। বৃহস্পতিবার তিনি আসানসোলের কুলটি এসে পৌঁছান। পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগ পর্যন্ত সুদীর্ঘ ১৯৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে মাস চারেক সময় লাগবে বলে জানিয়েছেন অতীনবাবু। একইসঙ্গে এ ধরনের পদযাত্রার উদ্দেশ্য প্রসঙ্গে বজবজ এর বাসিন্দা অতীন হালদার বলেন, ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগে নিরীহ শিখ সম্প্রদায়ের মানুষজনকে নির্বিচারে গুলি করে হত্যা করে ব্রিটিশরা। তার পাঁচ বছর আগে ১৯১৪ সালে শিখদের ওপর বজবজের কোমাগাতা মারুতে একই ঘটনা ঘটেছিল। গনেশচন্দ্র ঘোষের গবেষণায় সেই তথ্য উঠে এসেছিল। তারই পরিপ্রেক্ষিতে সেখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। বজবজের সেই রক্তাক্ত স্মৃতি জাগ্রত করতেই পদব্রজে জালিয়ানওয়ালাবাগ পাড়ির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অতীনবাবু। গত ১১ ডিসেম্বর কলকাতা থেকে পদযাত্রা শুরু করেন। বৃহস্পতিবার আসানসোলের কুলটিতে এসে পৌঁছান বজবজের বাসিন্দা অতীন হালদার।