শিল্পাঞ্চল

শহীদ স্মরণে ম্যারাথন দৌড় শিল্পাঞ্চলে

সংবাদ সফর, ২৩ মার্চ,দুর্গাপুর: দেশের সার্বিক স্বার্থ সুরক্ষা ও ঐক্যের আহবানে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হল শিল্পাঞ্চলে। রবিবার বীর বিপ্লবী শহীদ ভগৎ সিং, শুকদেব ও রাজগুরুর স্মরণে দুর্গাপুর ইস্পাত নগরীর ১ নং  বিদ্যাসাগর এভিনিউ থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়। হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে এই দৌড় প্রতিযোগিতায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর জি করের প্রতিবাদী চিকিৎসক ডাক্তার সুবর্ণ গোস্বামী, প্রাক্তন অলিম্পিয়ান ভগীরথ সামুই, সিপিএম জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১০ কিলোমিটার ও মহিলা বিভাগের ৫ কিলোমিটার মোট ১৪৭ জন প্রতিযোগী অংশ নেন। এ ধরনের অনুষ্ঠানের আয়োজনের প্রাসঙ্গিকতা ব্যাখায় সিটু নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের শ্রমিক, কৃষক সহ সাধারণ মানুষজনের স্বার্থ সুরক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে শ্রমিক স্বার্থ বিরোধী কেন্দ্রীয় শ্রম কোডের সমালোচনা করেন তিনি। একইসঙ্গে কৃষক স্বার্থ বিরোধী কেন্দ্রীয় নীতির প্রতিবাদে মুখর হন  বাম নেতৃত্ব। এদিন, দেশ তথা রাজ্যে সুস্থ সংস্কৃতির বাতাবরণ গড়ে তুলতে এ ধরনের অনুষ্ঠানের পক্ষে সমর্থন ব্যক্ত করেন আর জি করের প্রতিবাদী চিকিৎসক ডাঃ সুবর্ণ গোস্বামী। একইসঙ্গে রাজ্যের থ্রেট কালচার সহ আরজি করের ঘটনার প্রতিবাদ আন্দোলন চলবে। সেক্ষেত্রে বদলি বা হুমকি, হুঁশিয়ারিতে তাদের কন্ঠ রোধ করা যাবে না বলেও সাফ জানিয়ে দেন ডাঃ সুবর্ণ গোস্বামী। এদিন, এই ম্যারাথন দৌড় ঘিরে ক্রীড়াপ্রেমী সহ শিল্পাঞ্চলের মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button