হাসপাতাল থেকে নিখোঁজ রোগী! নজরদারি নিয়ে প্রশ্ন জনমানসে

সংবাদ সফর, দুর্গাপুর: হাসপাতাল থেকে নিখোঁজ রোগী! সেক্ষেত্রে দুর্গাপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে শিল্পাঞ্চলে। আপাতত ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। এই অভিযোগে চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। অভিযোগ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৭ নভেম্বর নেপাল থেকে দুর্গাপুরে রঘুনাথপুরে দিদির বাড়িতে আসেন শের ওম বাহাদুর। নেপালের বাসিন্দা বছর চল্লিশের ওই যুবকের অসুস্থতার কারণে ১৮ নভেম্বর দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর সঙ্গে হাসপাতালে ছিলেন জামাইবাবু রাম শ্রেষ্ঠা। ১৯ নভেম্বর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ারও কথা ছিল। ওইদিন বেলা দশটার সময় হাসপাতাল থেকে একবার বাইরে গিয়েছিলেন জামাইবাবু। ফিরে এসে দেখেন শ্যালক বিছানায় নেই। অনেক খোঁজাখুঁজির পরেও ওম বাহাদুরের দেখা মেলেনি। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারস্থ হন তিনি। তাদের অভিযোগ, তারা সিসি ক্যামেরার ফুটেজও দেখতে চান। কিন্তু সিসিটিভি খারাপ বলে জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় একটি অভিযোগ দায়ের করা হয় বলে জানান নিখোঁজ রোগীর দিদি মায়া শ্রেষ্টা। একইসঙ্গে হাসপাতালের নিরাপত্তা সহ নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন তিনি।
ঘটনার কথা স্বীকার করে হাসপাতাল সুপার ডাঃ ধীমান মন্ডল বলেন, ১৯ নভেম্বর রোগীকে ছুটি দেওয়ার কথা ছিল। কিন্তু সেই রোগী হাসপাতাল থেকে বেরিয়ে চলে গিয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্তে নেমেছে। প্রয়োজনে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হোক বলেও জানান তিনি। বলাই বাহুল্য, হাসপাতালের নজরদারিতে বেসরকারি নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। সিসিটিভির সংখ্যাও বেড়েছে। কিন্তু তা সত্ত্বেও এভাবে রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ঢিলেঢালা ছবিটাই প্রকট হচ্ছে বলে মনে করছেন অনেকেই।