দেবীপক্ষের প্রাক্কালে দেবীবরণ! বস্ত্র বিতরণে বিধায়ক

সংবাদ সফর, দুর্গাপুর: দেবীপক্ষের প্রাক্কালে মা-বোনেদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল তৃণমূল। এ বছরও উৎসবের দিনে নতুন বস্ত্রে দেবীবরণের কর্মসূচীর সূচনা হল পান্ডবেশ্বর বিধানসভা এলাকায়। মঙ্গলবার বিধানসভার ৬০০০০ মায়েদের হাতে বস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন,দুপুরে বহুলা স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ‘ বসন পরো মা’ কর্মসূচীর বস্ত্রদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী, দলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরীটি মুখোপাধ্যায়, বীর বাহাদুর সিং সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ। দলের তরফে জানানো হয়েছে, পাণ্ডবেশ্বর বিধানসভার ১২টি পঞ্চায়েত এলাকার মায়েদের হাতে পুজোর প্রাক্কালে শাড়ি তুলে দেওয়া হবে। মঙ্গলবার বহুলা পঞ্চায়েতের প্রায় ৫৫০০ জন, দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত এলাকার ৫০০০ জন মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এ প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, প্রতি বছরের মতো এবারেও এই কর্মসূচী নেওয়া হয়েছে। এ বছরও পাণ্ডবেশ্বর বিধানসভার মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হবে। আজ তারই সূচনা হল। শাড়ি দেওয়াটা বড় কথা নয়, উৎসবের দিনে মা মাটি মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান বিধায়ক।