জেলা
সূর্য বন্দনায় ছটঘাটে বিধায়ক

সংবাদ সফর, আসানসোল: সূর্য বন্দনায় শামিল হলেন বিধায়ক। শুক্রবার আসানসোলের দামোদরের ছট পুজোর ঘাটে হাজির হন আসানসোল দক্ষিনের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। নিয়ম মেনে ছটব্রতীদের সঙ্গে তিনিও সূর্যদেবকে প্রণাম করেন। বলাই বাহুল্য, প্রতিবছরের মতো এদিনও ভোরে প্রথামাফিক সূর্যার্ঘ্য নিবেদনে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখানে বিধায়ক অগ্নিমিত্রাকে পেয়ে খুশি ব্যক্ত করেন ভক্তরা। এ ব্যাপারে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, অশুভ শক্তির বিনাশ ও মানুষের মঙ্গল কামনায় সমস্ত নারীশক্তি ছটপুজোয় অংশগ্রহণ করেন। রাজ্য,দেশ তথা বিশ্বের মানুষের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছেন তিনি। পাশাপাশি পশ্চিমবঙ্গেও অশুভ শক্তি বিনাশেও প্রার্থনা জানানো হয়েছে বলে জানান বিধায়ক।