পুলিশের তৎপরতায় সন্তান ফিরে পেলেন মা
সংবাদ সফর, দুর্গাপুর: ট্রাফিক পুলিশের তৎপরতায় সন্তান ফিরে পেলেন মা। ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার দুর্গাপুরের সগড়ভাঙার পুরনো ভিডিও মোড়ের কাছে লাগোয়া বস্তির একটি শিশু খেলা করছিল। ঠিক তখনই মোবাইলের লোভ দেখিয়ে এক ব্যক্তি বছর সাতেকের ওই শিশুটিকে অপহরণ করে। সেখান থেকে সগড়ভাঙার জোনাল সেন্টারের কাছে চলে আসেন শিশু সহ ওই ব্যক্তি। এদিকে, সন্তানকে খুঁজে না পেয়ে প্রায় পাগলের মতো হয়ে যান পরিবারের লোকজন। দুপুর থেকে পর্যন্ত খোঁজাখুঁজি করেও ওই শিশুর হদিশ মেলেনি। চরম হতাশা সত্ত্বেও শেষমেষ পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকজনেরা। খবর পাওয়া মাত্রই ওই শিশুর সন্ধানে নামেন দুর্গাপুর মুচিপাড়ার ট্রাফিক পুলিশের কর্তাকর্মীরা। তাদের তৎপরতায় দুর্গাপুরের সগড়ভাঙার জোনাল সেন্টার থেকে উদ্ধার হয় শিশুটি। দুপুর থেকে খোঁজাখুঁজির পরেও সন্তানকে না পেয়ে মুচিপাড়া ট্রাফিক পুলিশকে বিষয়টি জানায় পরিবার। বলাই বাহুল্য, সন্তান ফিরে পাওয়ার আশা একপ্রকার ছেড়ে দেন ওই পরিবারের সদস্যরা। কিন্তু ট্রাফিক পুলিশের তৎপরতায় সন্তান ফিরে পেলেন তারা। বিষয়টি জানাজানি হতেই দুর্গাপুর থেকে ব্যারেজ যাওয়ার রাজ্য সড়কের ওপর কড়া নজরদারি চালানো হয়। পুলিশের তৎপরতায় কার্যত ভয় পেয়ে শিশুটিকে একটি চায়ের দোকানে বসিয়ে চম্পট দেয় অজানা ওই ব্যক্তি বলে জানা গিয়েছে। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি ওই ব্যক্তির সন্ধানে রীতিমতো চিরুনি তল্লাশিতে নেমে পড়েন তারা। এদিকে, হারানো সন্তানকে ফিরে পেয়ে মুখে হাসি ফোটে পরিবারের লোকজনেদের। এ ঘটনায় পুলিশি তৎপরতার প্রশংসায় পঞ্চমুখ ওই পরিবার সহ শিল্পাঞ্চলের মানুষজন।