মোদীর সভা ঘিরে জোর তৎপরতা শিল্পাঞ্চলে

সংবাদ সফর, দুর্গাপুর, ১১,জুলাই: বছর ঘুরলেই নির্বাচন। আর তারই লক্ষ্যে প্রাক নির্বাচনী পর্বে গা ঘামাতে শুরু করেছে শাসকবিরোধী শিবির। আগামী ১৮ জুলাই দুর্গাপুরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালের পর মোদির দুর্গাপুর সফর ঘিরে চরম তৎপরতা শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরে। ছাব্বিশের নির্বাচনে মোদির এই সফরে বেশ প্রভাব ফেলবে ভোটের বাক্সে বলে দাবি বিজেপি নেতৃত্বের। বলাই বাহুল্য, দেশের প্রধানমন্ত্রীর বাংলা বিশেষ করে দক্ষিণবঙ্গ সফর রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। পূর্বনির্ধারিত কর্মসূচিতে দমদমে সভার কথা ছিল মোদির। কিন্তু কিন্তু তা বাতিল করে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে সভার দিনক্ষণ ঠিক হয়। আগামী ১৮ জুলাই এই সভার সফল করতে কোমর কষে ময়দানে নেমে পড়েছেন বিজেপি নেতৃত্ব। তাই প্রতিদিনই নিয়ম করে মেহেরু স্টেডিয়ামে সভাস্থল পরিদর্শন করতে যাচ্ছেন তারা। প্রধানমন্ত্রীর আসন্ন সভা ঘিরে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের তরফেও জোর তৎপরতা শুরু হয়েছে। শুক্রবার নেহেরু স্টেডিয়ামের সভাস্তল পরিদর্শনে যান বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, জেলা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। আসানসোল, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া সাংগঠনিক জেলার কর্মী সমর্থকরা এই সভায় যোগ দেবেন। ওইদিন বিহারের মতিহারিতে সভার পর আকাশপথে প্রধানমন্ত্রী দুপুর ১ টা নাগাদ দুর্গাপুরে এসে পৌঁছবেন বলে দলীয় নেতৃত্বে তরফে জানানো হয়েছে। শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় সহ অন্যান্য পুলিশকর্তারা ও সেইলের আধিকারিকরাও এদিন সভাস্থল পরিদর্শন করেন। বলাই বাহুল্য, ২১ জুলাই শহীদ সমাবেশ সফল করার লক্ষ্যে কোন কসুরই বাদ রাখছে না শাসক শিবির। জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বের তরফে ব্লক, মহকুমায় দলীয় বৈঠক চলছে পুরোদমে। আর এসবের মধ্যেই ১৮ জুলাই নরেন্দ্র মোদির সভা ঘিরে কার্যত সাজ সাজ রব শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরে। ওই সভায় সদ্য নিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি সমিত ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন বলে খবর মিলেছে। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, প্রায় ছয় বছর পর দুর্গাপুরে মোদীজির সভা রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। আগামী বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়বে বলে আশাবাদী বিধায়ক। তার কথায়, বাংলায় তৃণমূল সরকারের অপশাসন ও সন্ত্রাসে সাধারণ মানুষজন অতিষ্ঠ হয়ে পড়েছেন। সেক্ষেত্রে ছাব্বিশে বিজেপি বাংলা দখল করবে বলে দাবি করেন বিধায়ক। একইসঙ্গে দুর্গাপুরের এই সভা সফল করতে সমাজের সর্বস্তরের মানুষজনকে আহ্বান জানান তিনি।