জাতীয় দাবা প্রতিযোগিতায় সেরা বিহার, তেলেঙ্গানা
সংবাদ সফর, দুর্গাপুর: সেরার শিরোপা পেল বিহার ও তেলেঙ্গানা। সোমবার দুর্গাপুরের কানু সিধু ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ৩৭তম অনূর্ধ্ব ১৩ জাতীয় দাবা প্রতিযোগিতায় বালক বিভাগে শীর্ষস্থান দখল করেন বিহারের মহম্মদ রেয়ান। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্রের শেরলা প্রথমেশ ও তামিলনাড়ুর প্রণব সাই রাম আর এস তৃতীয় স্থান লাভ করেন। একইভাবে এই প্রতিযোগিতার বালিকা বিভাগে প্রথম স্থান দখল করেছেন তেলেঙ্গানার কিশোরী দাবাড়ু সরন্যা দেবী নরহরি। দ্বিতীয় স্থানে তামিলনাড়ুর নিবেদিতা ভিসি ও মহারাষ্ট্রের নিহিরা কাউল তৃতীয় স্থান লাভ করেছেন।
বলাই বাহুল্য, এই প্রতিযোগিতায় দুই বিভাগের দুজন করে সফল প্রতিযোগী আগামী বছরের বিশ্ব ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছেন প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা সুব্রত চট্টোপাধ্যায়। উল্লেখ্য, চলতি বছরের গত ১৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়। দেশের ২৮ টি রাজ্যের প্রায় ৪৩০ জন প্রতিযোগী এই অনূর্ধ্ব ১৩ জাতীয় এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গত কয়েক দিন ধরে মোট ১১টি রাউন্ড লড়াইয়ের উত্তেজনা শেষে সোমবার দুই বিভাগের শীর্ষ স্থানাধিকারীদের নাম চূড়ান্ত করা হয়।
এদিন, দুই বিভাগের প্রথম স্থানাধিকারীদের হাতে ৮০ হাজার টাকার চেক সহ বিশেষ স্মারক ও মানপত্র তুলে দেন বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া সহ অন্যান্য অতিথি অভ্যাগতরা। দ্বিতীয় স্থানাধিকারীদের হাতে ৬০ হাজার টাকা ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে ৪৮ হাজার টাকার চেক সহ বিশেষ স্মারক মানপত্র তুলে দেন তারা। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী সহ দুই বিভাগের সাফল্যের ক্রমানুসারে মোট কুড়ি জন করে সফল প্রতিযোগীদের হাতে নগদ আর্থিক পুরস্কার সহ স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয়েছে জানান এই দাবা প্রতিযোগিতার আয়োজক সংস্থার সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়।