কুকুরের মুখে সদ্যোজাত শিশু! ঘটনায় শিহরিত শহরের মানুষজন

সংবাদ সফর, আসানসোল: কুকুরের মুখে সদ্যোজাত শিশু! লোমহর্ষক এ দৃশ্যে শিউরে উঠলেন শহরের মানুষজন। তারপরই তাড়া করতেই ওই শিশুটিকে ফেলে পালায় কুকুরটি। দেখা যায়, ওই শিশু কন্যার দেহে আর প্রাণ নেই। বুধবার রানীগঞ্জের স্কুল মোড় সংলগ্ন রাজপাড়ার রাস্তায় চাঞ্চল্য শুরু হয় শহরে। অনেকের দাবি, কুমারী মাতৃত্বকে ঢাকতেই রাস্তার ডাস্টবিনে সদ্যোজাতকে ফেলে দেওয়ার মতো জঘন্য কাজ করেছে কেউ। কেউ কেউ মনে করছেন, কন্যা সন্তানের কারণেই কেউ বা কারা এভাবে ওই শিশুটিকে রাস্তার ধারে ফেলে দিয়ে গিয়েছে। তবে এই এলাকার আশপাশে দু-দুটি হাসপাতাল আর নার্সিংহোম রয়েছে। সেখানে মৃত সন্তান প্রসব করায় তা ফেলে দেওয়া হয়েছে বলেও দাবি করছেন কেউ কেউ। সেক্ষেত্রে ওই শিশুটির যথাযথ সংস্কার করা উচিত ছিল বলে মত তাদের। এদিকে, খবর পাওয়া মাত্রই পুলিশ রানীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ওই মৃত সদ্যোজাত শিশু কন্যাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ওই শিশু কন্যার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে আসানসোল জেলা হাসপাতালে। একইসঙ্গে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তোড়জোড় শুরু করেছে রানীগঞ্জ থানার পুলিশ।