শিল্পাঞ্চল

গ্রেফতার সুতন্দ্রার গাড়ির চালক, পানাগড় কাণ্ডের তদন্ত কোন পথে?

সংবাদ সফর, দুর্গাপুর: জট কাটছে না। ঘটনার মোড় কোন দিকে নিতে চলেছে, তা এখনও পরিষ্কার হচ্ছে না। পানাগড় কান্ডের মূল অভিযুক্ত বাবলুর যাদবের পর এবার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক রাজদেও শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। পানাগড়ে চন্দননগরের ইভেন্ট ম্যানেজার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হতে থাকে। মৃতার পরিবারের তরফে এ ঘটনায় ইভটিজিংয়ের অভিযোগ তুলে ধরা হয়। অন্যদিকে, প্রাথমিক তদন্তে গাড়ির রেষারেষিতেই এ ঘটনা ঘটেছে বলে দাবি করে পুলিশ। এরই মধ্যে ওই যুবতীর গাড়ির ড্রাইভার রাজদেও শর্মার বয়ানেও পরস্পর বিরোধিতা লক্ষ্য করা যায়। সাংবাদিকদের সামনে এ ঘটনার কারণ হিসেবে ইভটিজিংয়ের তত্ত্বে জোর দেন তিনি। কিন্তু পুলিশের কাছে বয়ানে তার বক্তব্যে গাড়ির রেষারেষির প্রসঙ্গ উঠে আসে। ফলে সব মিলিয়ে পানাগড়ে ওই যুবতীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য বাড়ছিল। একইসঙ্গে এ ঘটনায় মূল অভিযুক্ত বাবলু যাদব সহ তার সঙ্গী-শাগরেদদের গ্রেফতারের দাবিতে প্রবল জনমত তৈরি হয়। শেষমেষ পুলিশের জালে ধরা পড়ে সেদিনের ঘটনার মূল অভিযুক্ত তথা গাড়ির চালক বাবলু যাদব। এবার মৃতার গাড়ি চালককেও গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার কাঁকসা থানার পুলিশ হুগলি জেলার ভদ্রেশ্বর থেকে গ্রেফতার করে রাজদেব শর্মাকে। তার বিরুদ্ধে বিএনএস ১০৫,১২৫(a),২৮১ ও ৩২৪(৪) ধারাতে মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালককে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি গভীর রাতে সূতন্দ্রা চট্টোপাধ্যায় একটি ছোট গাড়িতে করে চালক সহ পাঁচজন চন্দননগর থেকে গয়ার উদ্যেশ্যে রওনা দিয়েছিলেন বলে জানা যায়। বুদবুদে একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর পর থেকে গাড়িটি ডিভাইডারে উঠে যায়। পরে গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ওই যুবতীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button