শিল্পাঞ্চল
পাইপ ফেটে বিপত্তি, জলে ভাসল এলাকা
সংবাদ সফর, দুর্গাপুর: জলের পাইপলাইন ফেটে বিপত্তি। মুহূর্তে জল থৈ থৈ অবস্থা হল গোটা এলাকার। শনিবার দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে পাইপ লাইন ফেটে যায়। তা থেকে অবিরাম গতিতে জল বেরোতে থাকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কোক ওভেন থানার পুলিশ।দামোদর ব্যারেজ থেকে এই পাইপ লাইন দিয়ে জল কাঁকসার একটি বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থায় সরবরাহ করা হয়। কয়েকদিন ধরে পাইপলাইনে ফাটল নজরে পড়ে। শনিবার হঠাৎই তা বিশাল আকার ধারণ করে। এর ফলে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষজন। তবে ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করে তড়িঘড়ি জল সরবরাহ বন্ধের ব্যবস্থা করে পুলিশ। আপাতত পাইপ মেরামতের কাজ চলছে।