জেলা

বই বিক্রি বাড়ছে বাংলায়, মত মন্ত্রীর

সংবাদ সফর, আসানসোল: মোবাইলের আসক্তি দিনে দিনে বাড়ছে। কিন্তু এ এই আবহের মধ্যেও বই বিক্রি বাড়ছে। বইপ্রেমীর সংখ্যাও বাড়ছে বাংলায় বলে দাবি করলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। রবিবার আসানসোল পোলো গ্রাউন্ড সংলগ্ন এনসিসি ময়দানে অষ্টম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন তিনি। এদিন, রাজ্যের শ্রম, আইন ও বিচার বিভাগের মন্ত্রী মলয় ঘটকও উপস্থিত ছিলেন বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে।

এই মেলার প্রাক সূচনা পর্বে একটি পদযাত্রায় অংশ নেন স্কুল পড়ুয়া বুদ্ধিজীবী সহ বিশিষ্ট মানুষজনেরা। পরে রাজ্যের দুই মন্ত্রী সহ প্রশাসনের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে কবি নজরুল ইসলাম নামাঙ্কিত মঞ্চে মঙ্গলদীপ জ্বালিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। রবিবার এই মঞ্চে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী সহ অন্যান্যরা। তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় মেলা প্রাঙ্গণে। এদিন, উদ্বোধনী ভাষণে বর্তমান প্রজন্মের মোবাইল আসক্তি নিয়ে শঙ্কাপ্রকাশের পাশাপাশি বাংলায় বইপ্রেমীদের সংখ্যা বাড়ছে বলে আশার কথাও শোনান রাজ্যের মন্ত্রীরা। একইসঙ্গে সমাজে সুস্থ শিক্ষা ও সংস্কৃতির প্রসারে এই বইমেলার গুরুত্ব ব্যাখ্যা করেন তারা।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পোন্নামবালাম, মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক সহ প্রশাসনের কর্তাব্যক্তি সহ বিশিষ্টজনেরা। উল্লেখ্য, আগামী ৪ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। মেলায় মোট ৯২ টি বুক স্টল সহ ১০টি ফুড স্টল বসেছে বলে সংশ্লিষ্ট প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button