গয়নাভর্তি ব্যাগ উদ্ধার পুলিশের

সংবাদ সফর, পুরুলিয়া: পুলিশি তৎপরতায় গয়না সহ হৃত সামগ্রী হাতে এল। আর তাতেই খুশি রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড় থানার বাসিন্দা লালবাবু রায়। ঘটনাসূত্রে জানা যায়, তাড়াহুড়োতে বার্ণপুরের গ্যালাক্সি মলের কাছে একটি টোটোতে মোবাইল ফোন, সোনার গয়না সহ অন্যান্য সামগ্রী ফেলে আসেন তিনি। যার আর্থিক মূল্য লক্ষাধিক টাকা। পরে ব্যাগের কথা মনে পড়তেই দুশ্চিন্তায় পড়ে যান লালবাবু। তড়িঘড়ি বিষয়টি স্থানীয় হীরাপুর থানায় লিখিত ভাবে জানান তিনি। অভিযোগ পেতেই তৎপর হয়ে ওঠে হীরাপুর থানার পুলিশ। সময় মিলিয়ে এলাকার সিসিটিভিগুলি খুঁটিয়ে পরীক্ষা করা করেন তারাû। দ্রুত চালক সহ সংশ্লিষ্ট টোটোকে চিহ্নিত করে সমস্ত সামগ্রী সহ ব্যাগটি উদ্ধার করা হয়। পরে পুলিশের তরফে ব্যাগ মালিকের হাতে তুলে দেওয়া হয়। ব্যাগটি ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি হন লালবাবু। হীরাপুর থানার আধিকারিকদের ভূমিকার প্রশংসায় তিনি জানান, দামি সামগ্রী সহ ব্যাগটি হারিয়ে ফেলে ভেঙে পড়েছিলাম। ব্যাগটি ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। তবে হীরাপুর থানার তৎপরতায় ব্যাগটি অক্ষত অবস্থায় ফিরে পাওয়ায় পুলিশের প্রশংসা করেন রঘুনাথপুরের বাসিন্দা লালবাবু রায়।