চারদিনেই চুরির কিনারা করল পুলিশ
সংবাদ সফর, দুর্গাপুর: বড়সড় সাফল্য পেল দুর্গাপুর থানার পুলিশ। ঘটনার চার দিনের মধ্যেই পুলিশ ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী আবাসনে চুরির অভিযোগে দুজনকে পাকড়াও করা হয়। একইসঙ্গে চুরির মাল কেনাবেচার দায়ে এক ব্যবসায়ীকেও গ্রেফতার করে পুলিশ। গত ৬ ডিসেম্বর সিটি সেন্টার হাউসিং এলাকায় পুলিশ ও সরকারি আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিল্পাঞ্চলে। ঘটনার তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ। সোমবার রাতের দিকে নিউ টাউনশিপ থানা এলাকার আম্বেদকর কলোনি থেকে পরিতোষ বাউরী ও বিধান পল্লী থেকে প্রশান্ত বাউরী নামে দুজনকে পাকড়াও করা হয়। একইসঙ্গে এই চুরির মাল কেনাবেচার দায়ে মামরা বাজারের কাঁসা-পিতলের ব্যবসায়ী শুভাশিস সরকারকেও গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, আবাসন গুলি থেকে সোনা, গহনা সহ কাঁসা পিতলের সামগ্রীও চুরি হয়ে যায়। কাঁসা পিতলের সামগ্রীগুলি মামরা বাজারের ওই ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয় বলে অভিযোগ। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে চুরি যাওয়া সোনা, গহনা,টাকা সহ অন্যান্য সামগ্রী উদ্ধারে চেষ্টা চালানো হবে বলে জানা গিয়েছে।